অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে কেন ডেকেছিলেন পরিচালক?
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে কেন ডেকেছিলেন পরিচালক?

by admin
অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে

অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে: বলিউড অভিনেত্রী উপাসনা সিং, টিভি সিরিয়ালে অভিনয় করে বেশ খ্যাতি কুড়ান। তবে ‘কমেডি নাইটস উইথ কপিল’ শোয়ে যুক্ত হয়ে দারুণ খ্যাতি পান তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগের জন্য কাস্টিং কাউচের শিকার হয়েছেন এই তিনি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৪৯ বছরের এই অভিনেত্রী।

Untitled 1 01
ছবি: অভিনেত্রী উপাসনা সিং

সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে উপাসনা সিং বলেন, দক্ষিণের একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। সিনেমাটিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করার কথা ছিল। একদিন পরিচালক আমাকে রাতের বেলায় ফোন দিয়ে বলেন তুমি হোটেল রুমে আসো, তোমার সাথে কথা আছে। তখন আমি বলি, সকাল বেলা আসি? তখন পরিচালক রেগে গিয়ে বলেন তুমি কি রাতের বেলায় হোটেলে বসার মানে বোঝ?

অভিনেত্রী আরো বলেন, আমি সবসময় মা ও বোনকে সাথে নিয়ে আসতাম, ফলে অনেকে এটাকে ভাল চোখে নিতো না। যাই হোক পরের দিন সকালে পরিচালকের অফিসে গিয়ে পাঞ্জাবি ভাষায় গালাগালিজ করে চলে আসি।

 পরে আমার আফসোস হয়েছে, কারণ আমার বিপরীতে অভিনয় করার কথা ছিল অনিল কাপুরের। যাই হোক আমি খুব ভেঙে পড়েছিলাম।

আমার মা আমাকে শক্ত হতে অনেক সহায়তা করেছিলেন।

সনর
ছবি: অভিনেত্রী উপাসনা সিং


আশির দশকের শেষের দিকে রাজস্থানি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ১৯৮৯ সালে ‘পাপ কি সাজা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। ১৯৯৭ সালে মুক্তি পায় তার অভিনীত সুপারহিট সিনেমা ‘জুদাই’। সিনেমাটিতে উপাসনা সিংয়ের পাঞ্চ লাইন ‘আব্বা ডাব্বা জাব্বা’ আজও লোকমুখে ফেরে।

অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে……অভিনেত্রী উপাসনা সিংকে রাতে হোটেল রুমে…..

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন