রংপুর রাইডার্স টানা তিন ম্যাচেই হার, প্লে-অফের আরও কাছে চিটাগং
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর রাইডার্স টানা তিন ম্যাচেই হার, প্লে-অফের আরও কাছে চিটাগং

by admin
রংপুর রাইডার্স টানা তিন

রংপুর রাইডার্স টানা তিন ম্যাচেই হার, প্লে-অফের আরও কাছে চিটাগং। বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে হারতে ভুলে যাওয়া রংপুর রাইডার্স টানা তিন ম্যাচেই হার দেখেছে। অবিশ্বাস্য শোনালেও সেটিই হয়েছে ২২ গজে। দুর্বার রাজশাহীর বিপক্ষে দুই ম্যাচ হারের পর বুধবার চিটাগং কিংসের বিপক্ষেও হেরেছে নুরুল হাসান সোহানের দল। এদিন আগে ব্যাটিং করে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে হায়দার আলীর টর্নেডো ব্যাটিংয়ে ১৪ বল আগে ৫ উইকেটে জয় নিশ্চিত করেছে চিটাগং। এই জয়ে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। অন্যদিকে চিটাগংয়ের জয়ে ঢাকা ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ঢাকা বাকি দুটি ম্যাচ জিতলেও প্লে-অফ খেলার কোনও সম্ভাবনা থাকবে না।

রংপুর রাইডার্স টানা তিন: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ইফতেখার আহমেদের ৬৫ রানে ভর করে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। মাঝারী মানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় চিটাগং। এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও পারভেজ হোসেন ইমন মিলে গড়েন ৩৪ রানের জুটি।  মিঠুন ১৫ বলে ২০ রান করে আউট হওয়ার পর পারভেজের সঙ্গে জুটি বাঁধেন হায়দার আলী। এবার চতুর্থ উইকেটে হয় ৪৩ রানের জুটি। ইমন ৪৩ বলে ৪১ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর শামীম হোসেন দুই বলে ৮ রান করে আউট হন। জয়ের জন্য বাকি পথটা হায়দার ও  রাহাতুল ফেরদৌস মিলে পাড়ি দিয়ে ফেলেন। হায়দার ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় মিরপুরে টর্নেডো বইয়ে দেন। শেষ তিন ওভারে চিটাগংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। আকিফ জাবেদের প্রথম চার বলে চার ছক্কা মেরে ১৮তম ওভারেই জয় নিশ্চিত করেন হায়দার আলী। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে তারা। চিটাগংয়ের সঙ্গে প্লে-অফের মিশনে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।

ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর বল হাতে খুব সফল হতে পারেনি রংপুর। আকিফ জাবেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। বাকি বোলারদের কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি।

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া রংপুর রাইডার্স আজও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পাওয়ার প্লেতে ৩৭ রানে তিনটি উইকেট হারায় তারা। ইনজুরি থেকে ফিরে বুধবার দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ২৩ রানের বেশি করতে পারেননি। ৩৭ রানে তিন উইকেট হারানোর পর নুরুল হাসান সোহান ও ইফতেখার হোসেন মিলে ৩৩ বলে ২৪ রানের জুটি গড়েন। অধিনায়ক সোহান ব্যক্তিগত ৯ রানে আউট হলে জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে থেকে একাই দলকে টেনে নিয়ে গেছেন ইফতেখার। শেষ পর্যন্ত ব্যাটিং করায় তার অপরাজিত ৬৫ রানের ইনিংসে দাঁড়িয়ে রংপুর পায় ১৪৩ রানের সংগ্রহ। ৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ইফতেখার নিজের ইনিংসটি সাজান। শেষ দিকে শেখ মেহেদীর ২০ বলে ২২ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিটাগং কিংসের বোলারদের মধ্যে খালেদ আহমেদ দুটি এবং শামীম হোসেন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন