১১১
ম্যাচের আগেই পারিশ্রমিক পেয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা, রংপুরকে দেখে নেওয়ার হুমকি। বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দলটির ক্রিকেটাররা। ঢাকায় বিপিএলের শেষ পর্ব পারিশ্রমিক না পাওয়ার গুঞ্জন উঠে। এমনকি ম্যাচ বয়কটেরও নাকি হুমকি দেন ক্রিকেটাররা।
ম্যাচের আগেই পারিশ্রমিক : রোববার (২৬ জানুয়ারি) ঢাকায় বিপিএলের শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে রাজশাহী। ম্যাচের আগেই পারিশ্রমিক পেয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। সেইসঙ্গে প্রতিপক্ষকে হুমকিও দিয়েছে দলটির ক্রিকেটাররা।
পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। পোস্টের ক্যাপশনে বিজয় রাজশাহীর আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’
চলতি বিপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে রংপুর রাইডার্স। সেটি এই দুর্বার রাজশাহীর বিপক্ষে। দ্বিতীয়বার সোহানদের মুখোমুখি হওয়ার আগে ঘিরে নেওয়ার হুমকি দিয়েছেন বিজয়রা।