অবশেষে দলবদল করে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অবশেষে দলবদল করেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে।
অবশেষে দলবদল করে: বাংলাদেশি পরিচয়টাকেই বেছে নিয়ে হামজা চৌধুরীকে স্বাগত জানিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ৩ সেকেন্ডে প্রথম ভিডিওটি আপ্লোড করা হয় লাল-সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে ‘বাংলাদেশি ব্লেড’।
নতুন দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা। শেফিল্ড ইউনাইটেডকে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য তার। হামজা বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েকসপ্তাহ ধরেই আলোচনা চলছিল। আমি এই দলে যুক্ত হতে পেরে বেশ খুশি। মাঠে নামতে মুখিয়ে আছি।’
২০১৫ সালে লেস্টারে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৯১ ম্যাচ খেলেন হামজা। তবে এই কয়েক বছরে একাধিকবার ধারে অন্য ক্লাবে খেলেছেন তিনি। ২০২২-২০২৩ সালে তিনি ধারে খেলেন ওয়াটফোর্ডে। এবার গেলেন শেফিল্ডে।