আগামী মাসে আমিরাতে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী মাসে আমিরাতে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

by admin
আগামী মাসে আমিরাতে

আগামী মাসে আমিরাতে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। অক্টোবরে সাফ শিরোপা ধরে রাখার পর তিন মাস হতে চলেছে মাঠের বাইরে সাবিনা খাতুনরা। বাফুফে তাঁদের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি। আসছে ফিফা উইন্ডোতে খেলার জন্য অনেকগুলো দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। তাতে সাড়া মিলেছে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে। আমিরাতের সঙ্গে তাদেরই মাঠে বাংলাদেশ নারী দলের দুটি ম্যাচের তারিখও চূড়ান্ত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচটা পড়বে ফিফা উইন্ডোতে। কিন্তু ২ মার্চ দ্বিতীয় ও শেষ ম্যাচটা উইন্ডোর বাইরে হওয়ায় আন্তর্জাতিক হবে না।

আগামী মাসে আমিরাতে: কোভিডের পর থেকে নারী ফুটবল নিয়ে ফেডারেশনগুলো খুব একটা আগ্রহী নয়। আগে যোগাযোগ করলে যেভাবে সাড়া দিত, এখন সেভাবে দেয় না জানিয়ে বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার আজ বলেন, ‘আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি উইন্ডোটা অন্তত আমরা মিস করলাম না। উইন্ডোতে একটা ম্যাচ পাচ্ছি। তবে ২ মার্চের ম্যাচটা আন্তর্জাতিক হবে না, কিছু করার নেই। তবে জুনে যেহেতু এশিয়া কাপের বাছাই আছে, সেটার জন্য প্র্যাকটিস ম্যাচও হয়ে যাবে। তাই আমরা রাজি হয়েছি যে অন্তত খেলা হোক।’

কদিন আগেই নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি বেড়েছে দুই বছর। বাটলারের আজ ঢাকায় আসার কথা ছিল। নারী দলের ক্যাম্প এরই মধ্যে শুরু হয়েছে বাফুফে ভবনে। কমলাপুর স্টেডিয়াম নতুন টার্ফ বসানোর কাজ চলমান থাকায় নারী দলের অনুশীলন চলবে বুয়েট মাঠে।

ডিফেন্ডার মাসুরা পারভীনসহ দুজন খেলোয়াড়ের ভুটানের লিগে খেলার কথা চলছে। বাফুফে অবশ্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। পেলেও বাফুফে এই মুহূর্তে কোনো খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন মাহফুজা আক্তার।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন