আল হিলাল সঙ্গে চুক্তি বাতিল, কোথায় যাবেন নেইমার?
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল, কোথায় যাবেন নেইমার?

by admin
আল হিলাল সঙ্গে

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল, কোথায় যাবেন নেইমার? দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলাল বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।

আল হিলাল সঙ্গে: সৌদি লিগ ছেড়ে নেইমার যাচ্ছেন ব্রাজিলের লিগে। খেলবেন শৈশবের ক্লাব সান্তোসে। সংবাদ মাধ্যম আগেই জানিয়েছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

নতুন করে জানা গেছে, নেইমার তার মেডিকেল সম্পন্ন করতে ব্রাজিলে যাচ্ছেন। সান্তোস বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন করে ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে পারে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হতে পারে তার।

নেইমার আল হিলাল থেকে সান্তোসে যোগ দিতে বিশাল অঙ্কের বেতন ছাড় দিচ্ছেন বলে খবর। আল হিলালে তিনি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। সপ্তাহে তার বেতন ছিল প্রায় ১.৫ মিলিয়ন ইউরো। সংবাদ মাধ্যম জানিয়েছে, সান্তোস তাকে সপ্তাহে সর্বোচ্চ ৫০ হাজার ইউরো বেতন দেবে।

বর্তমান সান্তোসের ফুটবলাররা সপ্তাহে ২৫ হাজার ইউরোর মতো বেতন পান। ওই হিসাবে নেইমার দ্বিগুন বেতন নিচ্ছেন। তারপরও তিনি তার বর্তমান বেতনের প্রায় ৯৬.৬৭ শতাংশ  ছাড় দিয়েই সান্তোসে খেলতে সম্মত হয়েছেন। সংবাদ মাধ্যম নিউজ নাইটের মতে, সান্তোসের সঙ্গে দেন-দরবার করে বেতন বাড়ানোর কোন ইচ্ছে নেই নেইমার জুনিয়রের।

গত মৌসুমে অবনমনে চলে যাওয়া সান্তোসের সঙ্গে নেইমার প্রাথমিকভাবে মাত্র ৬ মাসের চুক্তি করছেন। থাকছে এক বছর চুক্তি নবায়নের শর্তও। তবে ৬ মাস পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেসি-সুয়ারেজের সঙ্গে তার জুটি গড়ার গুঞ্জন আছে। আবার মেসির প্রতিপক্ষও হয়ে যেতে পারেন নেইমার। গুঞ্জন আছে, শিকাগো ফায়ার এফসি তাকে দলে নিতে আগ্রহী।

নেইমার ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান। তার বয়স মাত্র ৩২ বছর। সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার। মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন