১০২
কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে বাধা দেয়ার ঘটনার তদন্ত হবে। রাজধানীতে কওমি উদ্যোক্তা সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনে একজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেয়ার ঘটনার তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
কওমি উদ্যোক্তা সম্মেলনে : আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক ঢুকতে না দেয়ার ঘটনা আমি জানতাম না। উদ্যোক্তা (আয়োজক কর্তৃপক্ষ) জানিয়েছেন এধরনের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। জয়পুরহাটে নারী ফুটবল খেলতে না দেওয়ার ঘটনা স্থানীয় প্রশাসন খতিয়ে দেখবে।