ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
বৃহস্পতিবার,৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

by admin
ডোনাল্ড ট্রাম্পের সাথে

ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি এ সফর করবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস।

ডোনাল্ড ট্রাম্পের সাথে: হোয়াইট হাউস সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে নেতানিহাহু এ সফর করবেন। তারিখ এখনো ঠিক হয়নি। তবে সামনের সপ্তাহের শুরুতে এ সফর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ট্রাম্পও সাংবাদিকদের জানান, খুব দ্রুত ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে ওয়াশিংটন সফর করবেন।

এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেন, হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্ভব হয়েছে শুধু নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করায়।

এছাড়া গত সপ্তাহে গাজা উপত্যকাকে বসবাস অনুপযোগী এক ধ্বংসস্তূপ উল্লেখ করে এই নয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মিসর ও জর্ডানের উচিত আরও বেশিসংখ্যক গাজাবাসীকে আশ্রয় দেওয়া। অবশ্য পরবর্তীতে দেশ দুটি ও ফিলিস্তিনিরা তার এই দাবি প্রত্যাখ্যান করে।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগ নারী ও শিশু।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন