পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়  রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়  রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন

by admin
পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য

পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়  রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য: ট্রাম্প ও পুতিন দুজনই গত সপ্তাহে বলেছেন, তাঁরা বৈঠকের জন্য প্রস্তুত। কিন্তু এই বৈঠক কবে ও কীভাবে হতে পারে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো কিছু বলেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি। [তবে আমাদের] প্রস্তুতি রয়েছে। একই ধরনের প্রস্তুতি আমেরিকারও রয়েছে বলে আমরা শুনেছি।’

প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ‘শিগগির’ তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান।

পরদিন শুক্রবার ট্রাম্পের প্রশংসা করে তাঁকে একজন ‘চৌকস’ ও ‘বাস্তববাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি [ট্রাম্প] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে  ইউক্রেন সংঘাত হয়তো শুরুই হতো না।

এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার দুই নেতার মধ্যে কোনো বৈঠক আয়োজন নিয়ে সতর্ক করেছে কিয়েভ। পুতিনের কৌশলে ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তারা।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন