প্রধান উপদেস্টা ইউনুসের সফর শেষ হতে না হতেই বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড
বৃহস্পতিবার,৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টা ইউনুসের সফর শেষ হতে না হতেই বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড

by admin
প্রধান উপদেস্টা ইউনুসের সফর

প্রধান উপদেষ্টা ইউনুসের সফর শেষ হতে না হতেই বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলবেনিয়া এবং জাম্বিয়া। আজ সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম সুইসইনফো ডট সিএইচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেস্টা ইউনুসের সফর: ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তায় কাটছাঁটের বিষয়ে সিদ্ধান্ত দেয়। এরপরেই ওই তিনদেশে সহায়তা বন্ধের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে ২০২৫ সালে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে। এই কমানোর পরিমাণ আগামী ২০২৬ সালে আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কমানোর ঘোষণার কথা জানিয়েছে দেশটি।

এই পদক্ষেপ দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার ওপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়।

সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলেই সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ার সাথে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি শেষ করতে যাচ্ছে। তবে, এক্ষেত্রে মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন