বরিশালে পুকুর-দিঘিতে মিলছে মানবদেহের খণ্ডিত বিভিন্ন অংশ, অভিযান অব্যাহত। বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি দিঘি এবং পার্শ্ববর্তী আরেকটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওই দিঘি ও পুকুর থেকে হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
বরিশালে পুকুর-দিঘিতে মিলছে: এ প্রতিবেদন লেখার সময় রবিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত ছিল। পুলিশ বলছে, শরীরের অংশগুলো কোনো শিশুর হতে পারে।
এগুলো কিভাবে নগরের কাশিপুর এলাকার দিঘি ও পুকুরে এসেছে, তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে।
নগরীর এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামের একটি শিশু রবিবার সকাল ১০টার দিকে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে নিয়ে যায়।
’
স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পুলিশ পায়ের অংশটি নিয়ে যাওয়ার সময় দিঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরো কিছু অংশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেগুলো উদ্ধারও করে পুলিশ।
তিনি বলেন, উদ্ধারের সময় হাত-পায়ের টুকরাসহ মাথা ও কলিজার অংশও দেখা গেছে। তবে পুলিশ স্থানীয়দের এ বিষয়ে কিছু বলেনি। তারা পুকুর ও দিঘিতে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলকেও খবর দিয়ে এনেছে।