মুম্বাইয়ে গজনফরের বদলি মুজিব
বৃহস্পতিবার,৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মুম্বাইয়ে গজনফরের বদলি মুজিব

by admin
মুম্বাইয়ে গজনফরের বদলি

মুম্বাইয়ে গজনফরের বদলি মুজিব। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে জায়গা পেলেও ইনজুরির কারণে এক ম্যাচও খেলতে পারেননি আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর কলকাতা তাকে রিটেন করেনি, আর ড্রাফটেও কোনো দল তাকে দলে নেয়নি। তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে তার জাতীয় দলের সতীর্থ আল্লাহ গজনফর ছিটকে পড়ায় আইপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন মুজিব।

মুম্বাইয়ে গজনফরের বদলি: আফগানিস্তান দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে গিয়ে পিঠের চোটে পড়েন গজনফর। সেই চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি আইপিএল থেকেও ছিটকে গেছেন। তার বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে মুজিবকে।

বদলির এই বিনিময় বেশ মজার এক ঘটনা তৈরি করেছে। গত মৌসুমে যখন মুজিব ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন, তখন তার বদলি হিসেবে কলকাতা দলে নিয়েছিল গজনফরকে। এবার উল্টো ঘটল, গজনফর চোটে পড়ায় সুযোগ পেলেন মুজিব।

গজনফরকে ৪.৮০ কোটি রুপিতে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, আর মুজিবকে নিয়েছে ২ কোটি রুপিতে। মুজিব এর আগে আইপিএলে ১৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন। এর আগে তিনি তিন মৌসুম খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুজিব এখন পর্যন্ত ২৫৬টি ম্যাচ খেলেছেন এবং ২৩.৬৭ গড় ও ৭.৭৫ ইকোনমি রেটে ২৭৫ উইকেট শিকার করেছেন। মুম্বাইয়ের হয়ে তার নতুন আইপিএল যাত্রা শুরু হবে আগামী মাসে। ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। তবে পুরো সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন