রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, দুদলকেই খেলতে হচ্ছে প্লে-অফ রাউন্ডে
বৃহস্পতিবার,৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, দুদলকেই খেলতে হচ্ছে প্লে-অফ রাউন্ডে

by admin
রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট

রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, দুদলকেই খেলতে হচ্ছে প্লে-অফ রাউন্ডে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নামের প্রতি সুবিচার করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দুদলকেই খেলতে হচ্ছে প্লে-অফ রাউন্ডে। সেখানে মাদ্রিদের দেখা হতে পারে ম্যানসিটি বা সেল্টিকের বিপক্ষে। তবে প্রতিপক্ষ হিসেবে সিটির বিপক্ষে খেলতে স্বস্তি পান না, বলছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট: শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ রাউন্ডের ড্র। সুইজারল্যান্ডের নিয়নে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বসবে ড্রয়ের মঞ্চ। প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারি। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে। প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে।

শেষ ষোলোর ড্র’তে ম্যানসিটির বিপক্ষে খেলা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ড্র হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদি আমাদের সিটির সাথে দেখা হয়, দুদলের জন্যই সমস্যা হয়ে যাবে। তার জন্য আমাদের অপেক্ষা ড্র পর্যন্ত করতে হবে।’

‘তাত্ত্বিকভাবে দেখলে, চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের চেয়ে সিটির জয়ের সম্ভাবনা বেশি থাকে। কোন দলের সাথে খেলে স্বস্তি পাই এ প্রশ্নের সরাসরি বলতে চাই, সিটির সাথে খেলে আমরা উপভোগ করতে পারি না। যদি কোনভাবেই তাদের এড়ানো না যায়, সাম্প্রতিক সময়ে যেভাবে প্রতিযোগিতা করে চলেছি, সেভাবেই হবে।’

দলের পারফরম্যান্সে খুশি আনচেলত্তি বলেছেন, ‘আমরা ভালো খেলেছি এবং শক্তিশালী দল হিসেবে নিজেদের উপস্থাপন করতে পেরেছি। আমাদের বর্তমান পারফরম্যান্সে আমরা খুশি। দুর্ভাগ্যবশত, আমরা আসরের শুরু থেকে সেরাটা দিতে পারিনি।’

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন