লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ  - Binodon Khabor
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে এমন ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগাররা

by admin
লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ,

লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার।

তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে এমন ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগাররা।

ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

এই লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ  এক ম্যাচ আগেই ।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত।

পাওয়ার প্লেতে ৪৫ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

এরপর তাণ্ডব চালান নীতিশ কুমার ও রিংকু সিং।

এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারত।

নীতিশ ৩৪ বলে ৭৪ ও রিংকু ২৯ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট।

২২২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

পারভেজ ইমন ১২ বলে ১৬, শান্ত ৭ বলে ১১, লিটন দাস ১১ বলে ১৪ ও তাওহিদ হৃদয় ৬ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

মিরাজ ১৬ বলে ১৬, জাকের আলি ২ বলে ১, রিশাদ ১০ বলে ৯ ও তানজিম হাসান সাকিব ১০ বলে ৮ রান করে আউট হন।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ।

তবে দলীয় ১২৭ রানে ৩৯ বলে ৪১ রান করে আউট হন এই অভিজ্ঞ ক্রিকেটার।

শেষ পর্যন্ত নির্ধারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।

ভারতের নীতিশ ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট।

লজ্জার হারে সিরিজ হারালো বাংলাদেশ 

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন