শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

by admin
শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে

শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ। বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে: মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাসটার্মিনাল এলাকায় এ অবরোধ চলাকালে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের এক নারী শিক্ষার্থী রাজাপুর থেকে তাওহিদ পরিবহনে করে বরিশালে আসার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বাসের হেলপার ও চালক ঐ নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছে। পরে শিক্ষার্থীরা রূপাতলী বাস মালিক সমিতিতে গেলে সেখানে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে শিক্ষার্থীরা হেনস্থাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা, বরিশাল বিভাগের সব বাসে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন করলে হাফপাশ বাস্তবায়নসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

এ ঘটনায়, শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য রাত সাড়ে ৮টায় বাস মালিক সমিতির কার্যালয়ে বৈঠকে বসেছেন সেনাবাহিনী, পুলিশ ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন