সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে ‘বাংলাদেশ ইনডিজেনাস আর্টিস্ট ইউনিটি’। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র: বেলা তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর বিভিন্ন আদিবাসী কবিতা এবং বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানে গানে ১৫ জানুয়ারি আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে ১৫ জানুয়ারির হামলার একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে গান পরিবেশন করেন কৃষ্ণকলি, মাদল, বাংলা ফাইভ, এফ মাইনর, মরফিন ক্লাউড, রেড টুইলাইট ও ব্ল্যাক বার্ডসসহ কিছু ব্যান্ড। কবিতা আবৃত্তি করেন মিঠুন রাকসাম, পরাগ রিছিল, সান্তুয়া ত্রিপুরা, কুর্নিকোভা চাকমা ও আদ্রিতা চাকমা।
গান ও কবিতার ফাঁকে এই সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্বল আজিম বলেন, আগামীর বাংলাদেশ হতে হবে বৈষম্যহীন। কিন্তু ’২৪–এর গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ থেকে এখনো অনেক দূরে। তিনি ১৫ জানুয়ারি আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেন, সরকার আদিবাসীদের সঙ্গে তামাশা করছে। ইতিমধ্যে আদিবাসীদের সঙ্গে বসার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা বসছে না। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের মূল হোতারা এখনো সমাবেশ ও টক শো করে বেড়াচ্ছে, অথচ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
১৫ জানুয়ারির হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমা সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘ। যত দিন পর্যন্ত না আমাদের অধিকার আদায় হবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আগামী ৩১ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হবে বলেও তিনি জানান।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনডিজেনাস আর্টিস্ট ইউনিটির সদস্য এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান। বক্তব্য দেন সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন চন্দ্র বানাই ও গানের দল সমগীতের সদস্য বীথি ঘোষ।