সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দ্বীপটির বাসিন্দারা
শুক্রবার,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দ্বীপটির বাসিন্দারা

by admin
সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দ্বীপটির বাসিন্দারা। কক্সবাজারের সেন্টমার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দ্বীপটির বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে এ কর্মসূচি পালিত হয়।

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত: মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল-মেটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ি মালিক-শ্রমিক সমিতি এবং বাজার ব্যবসায়ী সমিতিসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েকশ লোকজন অংশগ্রহণ করেন।

পরে সমাবেশে বক্তারা বলেন, চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধিনিষেধের কারণে পর্যটক যাতায়াত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট ও সমস্যায় জর্জরিত। তার ওপর ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুশ্চিন্তায় রয়েছে দ্বীপবাসী।

বক্তারা দ্বীপবাসীর জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার অন্তত ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল চালু রেখে পর্যটক যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সেন্টমার্টিন বাজার সমিতির সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আকতার নুর, কেফায়েত উল্লাহ খান, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ খান, জালাল উদ্দিন প্রমুখ।

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়সহ সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন