স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের, ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের কর্মসূচিতে মহাখালি–গুলশান এলাকায় যানজটে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তোপের মুখে পড়েন কলেজের অধ্যক্ষও।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে : বুধবার বিকেল থেকে ছয় দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনেই অনশন শুরু করেন। দাবি পূরণের বিষয়ে কোনো উদ্যোগ না দেখে, বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে সড়ক অবরোধ করেন তারা।
এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসে তোপের মুখে পড়েন অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শান্তিপূর্ণ কর্মসূচি বিক্ষোভে রূপ নিয়েছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের।
একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের তিতুমীরের শিক্ষার্থীদের স্পষ্ট দাবি। আমাদের আন্দোলন হচ্ছে তিতুমীরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে।’এদিকে, সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারীদের।
আন্দোলনের পর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়া সাত কলেজের একটি সরকারি তিতুমীর। গত ২৮ জানুয়ারি সাত কলেজের শিক্ষার্থীরাও একটি বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দিতে সরকারকে ১৫ দিনের সময় বেধে দেয়।