সহকারী পরিচালক পদে পরীক্ষার সূচি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, প্রার্থী ১০৫৮৫। বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী পরিচালক পদে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (আইসিটি) পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৮৫।
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
কোনো প্রার্থীকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া ক্যালকুলেটর, বই, কাগজ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ/ওয়ালেট ও ব্যাগ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য। পরীক্ষা চলাকালীন সময়ে প্রার্থী কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।