এক বলেই ১৫ রানের বিশ্বরেকর্ড বিপিএলে
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এক বলেই ১৫ রানের বিশ্বরেকর্ড বিপিএলে

by admin
এক বলেই ১৫ রানের

এক বলেই ১৫ রানের: বাংলাদেশ প্রিমিয়ার লীগে খুলনা টাইগার্সের দেয়া ২০৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে চিটাগাং কিংস। ক্যারিবিয়ান বোলার ওশান থমাসের কল্যাণে প্রথম ওভারে ১৮ রান পায় চিটাগাং।

যেখানে দ্বিতীয় ইনিংসের শুরুর এক বলেই আসে ১৫ রান ! বিপিএলে যা রেকর্ড। পাশাপাশি  টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখতে পেলো বিপিএল।

দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস পেয়েছিলেন উইকেট। তবে সেটা ছিল নো-বল। ফ্রি-হিটের পরের বলে পান একটি ডট। কিন্তু পরবর্তীতে একের পর এক নো বল –ওয়াইড দিয়ে হজম করেন ১৫ রান। এক বল শেষে নো বলে দেন ৬ রান। এরপর দুইটি ওয়াইড বল। পরের নো বলে হজম করেন ৪ রান। 

একই ওভারে ফের ক্যাচ আউট হন নাইম ইসলাম। কিন্তু সে বলটিও ছিল নো বল। থমাসের পঞ্চম বলে অবশ্য হাতেনাথে ধরা পড়েন ওপেনার নাইম ইসলাম। ক্যাচটি নেন উইলিয়াম বসিস্টো।

চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ১ বলে ১৩ রানের রেকর্ড আছে তার।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ১ বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ায় ১ বলে ২৮৬ রান স্কোরবোর্ডে যোগ হয়েছিল। 

এক বলেই ১৫ রানের…..

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন