বিশ্বের শীর্ষধনীদেশের তালিকা-২০২৪ - Binodon Khabor
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বের শীর্ষধনীদেশের তালিকা-২০২৪

by admin
বিশ্বের শীর্ষধনীদেশের তালিকা-২০২৪

বিশ্বের শীর্ষধনীদেশের তালিকা-২০২৪:  বিশ্বের শীর্ষ ধনীদেশের তালিকা-২০২৪ সালে প্রথমে রয়েছে  ইউরোপের দেশ লুক্সেমবার্গ । মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো? মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অক্টোবর মাসের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ হলো—

. লুক্সেমবার্গ:

লুক্সেমবার্গ ইউরোপের দেশ। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

. ম্যাকাও:

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

. আয়ারল্যান্ড:

ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

. সিঙ্গাপুর:

এশিয়ার দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

. কাতার:

কাতার এশিয়ার দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

. সংযুক্ত আরব আমিরাত:

সংযুক্ত আরব আমিরাত এশিয়ার দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

৭. সুইজারল্যান্ড:

ইউরোপের দেশ সুইজারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

. সান মারিনো:

সান মারিনো ইউরোপের দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

. যুক্তরাষ্ট্র:

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

১০. নরওয়ে:

ইউরোপের দেশ নরওয়ে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন