মস্কোর কাছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে ফেরত চাইলেন আল-শারা
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মস্কোর কাছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে ফেরত চাইলেন আল-শারা

by admin
মস্কোর কাছে ক্ষমতাচ্যুত

মস্কোর কাছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল শারা। বিদ্রহ পরিবর্তিত পরিস্থিতে বুধবার (২৮ জানুয়ারি) উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল দামেস্ক সফরে এলে এ আহ্বান জানানো হয়।

মস্কোর কাছে ক্ষমতাচ্যুত : সিরিয়া সরকারের এক প্রতিনিধির বরাতে বার্তা সংস্থা রয়র্টাস জানায়, সাবেক আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করে। সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেস্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি আসাদকে ফেরানোর দাবি জানান।

গত বছরের শেষ দিকে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতৃত্বে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। তারপর থেকে তিনি মস্কোয় অবস্থান করছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে মস্কোর ঘনিষ্ঠ মিত্র আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া। এমনকি বিশ্বের প্রভাবশালী দেশটি সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে বলেও জানায়।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জটিল এক পরিস্থিতিতে রুশ প্রতিনিধি দল সিরিয়া সফর করেছেন। তিনি এ সফরকে খুব গুরত্বপূর্ণ বলে উল্লেখ করে সাংবাদিকদের জানান, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পক উন্নয়নে তারা আলোচনা চালিয়ে যাবেন।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন