মাগুরায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাগুরায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

by admin
মাগুরায় এক যুবকের গলাকাটা

মাগুরায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার। মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া খালপাড় এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

মাগুরায় এক যুবকের গলাকাটা: নিহত মান্নান শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ ইদ্রিস আলী জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল মোল্লা মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। তিনি বিভিন্ন সময় শ্রীপুর সদর ও মাগুরা জেলা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাইড শেয়ারিং করতেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে একই কাজে নিয়োজিত ছিলেন তিনি। সেদিন রাতে বাড়ি ফিরে আসেননি তিনি। সকালে স্থানীয়রা টুপিপাড়া মৎস্য ভবন খালপাড় এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

ওসি মহম্মদ ইদ্রিস আলী আরও জানান, হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন