স্থগিত হওয়া  বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ
বৃহস্পতিবার,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্থগিত হওয়া  বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ

by admin
স্থগিত হওয়া  বাংলা একাডেমি

স্থগিত হওয়া  বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ। স্থগিত হওয়া সাহিত্য পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ করেছে বাংলা একাডেমি। বুধবার রাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ পুনঃপ্রকাশ করা হয়।

স্থগিত হওয়া  বাংলা একাডেমি: সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়।

আগের তালিকায় ১০ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষককে পুরস্কারের জন্য মনোনীত করলেও নতুন এই চূড়ান্ত তালিকায় নাম রয়েছে সাত জনের।

বাংলা একাডেমির চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

স্থগিত হওয়া তালিকায় এই সাত জন ছাড়াও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ এবং কথাসাহিত্যে সেলিম মোরশেদকে মনোনীত করা হয়েছিলো। চূড়ান্ত তালিকায় এই তিন জনকে বাদ দেয়া হয়৷

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এ পুরস্কার তুলে দেন। এবার ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

2025 All Rights Reserved by Binodonkhabor.com

অনুসরণ করুন